বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে ইতালি সরকার। দেশটি বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চায়।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিদেশ যেতে চান বাংলাদেশের এমন শ্রমিকদের জন্য ইতালি একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার। বাংলাদেশের বহু শ্রমিক অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যায়। সে হিসেবে ইতালির শ্রমিক নিতে চাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশের যেসব শ্রমিক ইতালিতে অবৈধভাবে রয়েছেন তাদের বৈধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।