আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এর নতুন নৌবহরও আটকে দিয়েছে ইসরাইলি সেনারা। গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী তাদের নৌকাবহরে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছিলো জোট ফ্রিডম ফ্লোটিলা।
নৌবহরটি জানিয়েছে, ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক এবং কর্মী বহনকারী একটি নৌকা সামরিক বাহিনী আক্রমণ করেছিল এবং তিনটি ছোট নৌকা আটকে দেয়।
নৌবহরে অভিযান চালানোর ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছে। আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও মন্ত্রণালয়টি মন্তব্য করে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাহাজ এবং যাত্রীদের ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত স্থানান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা; কিন্তু গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ার পরপরই একে একে সবগুলো নৌযান আটক করে ইসরাইলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরাইলের বন্দরে।
কয়েক জন অভিযাত্রীকে আটকে রাখে ইসরাইল সরকার, বাকিদের ফেরত পাঠাচ্ছে। ইতোমধ্যে গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে।
গত আগস্ট মাসে গাজায় খাদ্য, ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় এফএফসি জোট এবং এই মিশনের নাম দেওয়া হয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে।
