সেপ্টেম্বরের শেষের দিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। একইসঙ্গে ইসরাইলের ওপর ১২ টি বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “জাতিসংঘের সাধারণ অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরাইলি সরকারের বিরুদ্ধে ১২ টি বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজা থেকে শেষ বন্দী মুক্তি পেলে ফিলিস্তিন পরিচালনায় হামাসের আর কোনও ভূমিকা থাকবে না। তখনই কেবল স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।
২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ফ্রান্স এবং সৌদি আরব ফিলিস্তিনের স্বীকৃতি সংক্রান্ত বৈঠক যৌথভাবে আয়োজন করবে। অস্ট্রেলিয়া , কানাডা এবং যুক্তরাজ্যও জানিয়েছে যে তারা এই মাসেই ফিলিস্তিনকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই বছরের এপ্রিল পর্যন্ত, প্রায় ১৪৭টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে । এই সবকয়টি দেশ জাতিসংঘের ৭৫ শতাংশই প্রতিনিধিত্ব করে।
এদিকে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া দেশগুলোর তীব্র সমালোচনা করেছে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ।
