ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বিপপুঞ্জে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে এবং নিকটবর্তী উপকূলীয় এলাকার মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’ হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত। তবে এঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সুনামি সতর্কতায় বলেছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কিছু এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি।

ইনস্টিটিউটটি বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকেদের অবিলম্বে উঁচু ভূমি এবং আরও অভ্যন্তরীণ স্থানে সরে যাওয়ার জন্য “জোরালো পরামর্শ” দিয়েছে।