ন্যাটো দেশগুলো তেল না কিনলে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

সম্প্রতি প্যোলান্ডের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে পোলিশ ও ন্যাটো বাহিনী। এর কয়েকদিন পরই নতুন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ন্যাটো দেশগুলোকে রাশিয়া থেকে তেল না করার কথা বলেছেন। এমনকি তেল কেনা বন্ধ করলে রাশিয়ার ওপর বড় ধরণের নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছেন। এমনকি তিনি চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করারও ঘোষণা দেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ন্যাটো সদস্যদেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। ন্যাটো দেশগুলো সম্মত হলে এবং পদক্ষেপ নিলে তিনি “রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা” আরোপ করবেন।

ন্যাটো সদস্যদের উদ্দেশে লেখা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমি প্রস্তুত। আপনারা যখন বলবেন, তখনই শুরু করব।”

ট্রাম্প আরও বলেন, “রাশিয়ার তেল কেনা, বিশেষ করে কারও কারও ক্ষেত্রে, অবিশ্বাস্য। এতে রাশিয়ার সঙ্গে আপনাদের দর-কষাকষির অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে।”

ট্রাম্প দাবি করেন, রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের ওপর ভারী শুল্ক আরোপ করা — যা যুদ্ধ শেষে তুলে নেওয়া হবে — যুদ্ধ দ্রুত শেষ করতে “বড় সহায়তা” দেবে।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে ইউরোপ ধীরে ধীরে রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা কমিয়েছে। ২০২২ সালে ইইউ দেশগুলো প্রায় ৪৫ শতাংশ গ্যাস আমদানি করত রাশিয়া থেকে। এ বছর সেই হার নেমে আসবে প্রায় ১৩ শতাংশে। তবে ট্রাম্পের মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি এই মাত্রাকেও যথেষ্ট মনে করছেন না।