নেপালে সরকারবিরোধী বিক্ষোভ, বিভিন্ন এলাকায় কারফিউ জারি

সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও নেপালে দুর্নীতির প্রতিবাদে তরুণদের আন্দোলন সারাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। এছাড়া গতকালের সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও ৩ শতাধিক আহত হয়েছেন। এমন পরিস্থিতি দেশের একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

গতকাল সোমবার এমন আন্দোলনের পর রাতেই নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং এক্স-এর মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি আবার চালু হয়। তবে, সরকারের এমন দমনপীড়নের বিরুদ্ধে ফের আন্দোলন ছড়িয়ে পড়ে নেপালের রাজধানী কাঠামান্ডুসহ বিভিন্ন এলাকায়।

নেপালের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশে সামাজিকমাধ্যম গুলোর নিবন্ধন না করানোয় গত শুক্রবার ২৬টি সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়। এরপর সোমবার জেন জি নামে বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ শুরু করে। আন্দোলনে স্কুল ছাত্র সহ হাজার হাজার যুবক অংশ নিয়ে সংসদের সামনে বিক্ষোভ করে এবং নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সরকার বিরোধী স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারীরা সংসদ ভবনেও প্রবেশ করে ভাঙচুর শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

এমন ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন জোট সরকারে কংগ্রেস দলের প্রতিনিধিত্বকারী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, সরকার সোশ্যাল মিডিয়া সাইটগুলি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, সহিংসতায় ১৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনি বলেন, বিক্ষোভে নাগরিকদের প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখজনক। এই অকল্পনীয় ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবার এবং আত্মীয়স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

দেশটির প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার কোনও ইচ্ছা নেই। সোশ্যাল মিডিয়া বন্ধ করার জন্য কোনও নীতি গ্রহণ করেনি এবং করবেও না।

কাঠমান্ডু পোস্টের মতে, মঙ্গলবারও নেপাল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরমধ্যে কলঙ্কি, চাপাগাঁও এবং উপত্যকার অন্যান্য অংশে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাই প্রশাসন কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।