নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে ফিফার প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আটকা পড়েছিল। এক ম্যাচ না খেলেই দেশে ফেরার তোড়জোড় করেও লাভ হয়নি। বিমানবন্দর বন্ধ থাকায় আসতে পারছিলেন না জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। তবে এবার দেশে ফেরার ব্যবস্থা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে,‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক দুপুর তিনটার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু বিমানবন্দরে নিরাপদে আছে, দেশে ফেরার জন্য প্রস্তুত।’
বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেটি বাতিল হয়ে যায়।
