নেপালের জালে ৪ গোল, টেবিলের শীর্ষে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে শ্রীলঙ্কায়। নেপালের বিপক্ষে আজ প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ। শুরুর ম্যাচে ৪-০ গোলের বিশাল ব্যবধানে নেপালকে হারিয়েছে বাংলাদেশ দল। এ জয়ে টেবিলের শীর্ষে উঠেছে দলটি। গোল করেছেন সাব্বির ইসলাম, ওপু রহমান, আরিফ ও মোহাম্মদ মানিক।

ম্যাচের প্রথম গোল করেন সাব্বির ইসলাম। ম্যাচের ৩০ মিনিটের সময় বাংলাদেশ পায় কাঙ্খিত গোলের দেখা পায়, এগিয়ে যায় ১-০ গোলে। বাংলাদেশ প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে আরও তিন গোল করে বাংলাদেশ। ৪৯ মিনিটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড ওপু রহমান। ৫০ মিনিটের সময় ডি বক্সের অনেক বাইরে থেকে জোরালো শট নেন মিডফিল্ডার মোহাম্মদ আরিফ। ওই গোলে ৩-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৭ মিনিটে চতুর্থ গোল করেন ফরোয়ার্ড মোহাম্মদ মানিক। পরে বাংলাদেশ এবং নেপাল আর কোনো গোল করতে না পারলে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধরা।

দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘বি’ গ্রুপে তিনটি দল- বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে ভারত, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তান। গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। সবকটি ম্যাচ গড়াবে শ্রীলঙ্কার রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে।