নুসরাত ফারিয়া কেন গ্রেপ্তার হলেন?

নুসরাত ফারিয়া আটক

বহুমাত্রিক এক ক্যারিয়ার ছিল নুসরাত ফারিয়ার, যাকে পাশে রেখে ঢালিউড সুন্দরী ছুটে গিয়েছিলেন রাজনীতির কাছেও। আর সেই রাজনীতি তাকে পৌঁছে দিয়েছে জেল হাজতের দিকে।

রোববার বিমানবন্দর থেকে আটক করা হয়েছে নুসরাত ফারিয়াকে। পরে তাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কেন গ্রেপ্তার করা হলো নুসরাত ফারিয়াকে?

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায়। কোটা আন্দোলনের সময় এই হত্যাচেষ্টা হয়েছিল বলে মামলায় অভিযোগ করেছেন বাদি।

এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে এই মামলায় আসামি করেন। অজ্ঞাত আসামি করা হয় চারশ’ জনকে।

এই মামলায় বেশ কয়েকজন তারকাকে আসামি করা হয়, যাদের একজন নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া আওয়ামী লীগ করেন?

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ করেন, এমন শিল্পীদের নানা ধরণের সংকটে পড়ার তথ্য আসছিল গণমাধ্যমে। অনেকে গা ঢাকা দিয়েছেন। আবার বেশ কয়েকজন তারকা কারাগারে গিয়েছেন, যাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে।

মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগকে অর্থ যোগাড় করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজহারে বলা হয়েছে, নুসরাত ফারিয়া কোটা আন্দোলনের বিরুদ্ধে অংশ নিয়েছেন। সেই আন্দোলন দমাতে বড় অংকের টাকার যোগান দিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়া গত সংসদে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের এমপি হতে চেয়েছিলেন। দলটির মনোনয়নপত্র কিনলেও পরে আর মনোনয়ন পাননি।

এর আগে ২০২৩ সালে নুসরাত ফারিয়া অভিনয় করেন ‘মুজিব: একটি জাতির রুপকার’ চলচ্চিত্রে। তাতে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।

কে এই নুসরাত ফারিয়া?

১৯৯৩ সালে জন্ম নেওয়া নুসরাত ফারিয়া তারকাখ্যাতি পেয়ে যান বছর কুড়ি পেরুনোর আগেই। তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিং, টিভি উপস্থাপনা, রেডিও জকি হিসেবে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। গান গেয়েও সুনাম অর্জন করেছেন নুসরাত ফারিয়া।

২০১০ ও ১১ সালে টানা দুইবার জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নুসরাত ফারিয়া। দেশ সেরা বিতার্কিক ফারিয়া পরে টিভি পর্দায় যান আরটিভির কুইজ শো উপস্থাপনার মাধ্যমে।

এরপর তিনি কাজ করেন একাধিক টেলিভিশনে, সুনাম অর্জন করেন রেডিও জকি হিসেবে। বাংলাদেশ ছাড়াও ভারতে কাজ পেতে থাকেন।

২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র আশিকী দিয়ে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী।

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পান নুসরাত ফারিয়া।