জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর হারিকেন মেলিসা কিউবার দিকে ধেয়ে আসছে

আন্তর্জাতিক ডেস্ক:

ক্যারিবীয় অঞ্চলে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা জ্যামাইকায় তাণ্ডব চালিয়েছে। এখন কিউবার দিকে ধেয়ে আসছে হারিকেন মেলিসা।

মেলিসা পুনরায় শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৪ পর্যায়ে পৌঁছেছে, ফলে কিউবার উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, জ্যামাইকার দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন, ‌‌‌ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঝড়টি জ্যামাইকায় আঘাত হানলে ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। এতে ব্যাপকভাবে গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, বাতাস এতটাই শক্তিশালী যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, রাতের অন্ধকারে পুরো ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ সম্ভব হয়নি; দিনের আলো না ফোটা পর্যন্ত সঠিক পরিস্থিতি জানা যাবে না।

জ্যামাইকায় ভয়াবহ তাণ্ডব চালানোর পর হারিকেন মেলিসা এখন কিউবার দক্ষিণ উপকূলে আঘাত হানার পথে, এবং আবহাওয়া কর্মকর্তারা আশঙ্কা করছেন এটি দেশটির পশ্চিমাংশেও বড় ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।