জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণকে ঘিরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও আওয়ামী লীগ।
শুরুতে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং দুই দলের বিক্ষোভকারীদের মাঝে নিরাপদ দূরত্ব তৈরি করে দেয়। প্রায় তিন ঘণ্টা স্থায়ী ছিল এই শক্তি প্রদর্শন র্যালি।
জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপির নেতা-কর্মীরা জমায়েতে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনসহ দলীয় অন্যান্য দাবি উত্থাপন করেন।
অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একই স্থানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলেন। পরস্পরবিরোধী স্লোগানে এলাকা সরব হয়ে ওঠে এবং পাল্টাপাল্টি অবস্থান আরও স্পষ্ট হয়।
উভয় দলের শ্লোগান ও কর্মসূচি ঘিরে জাতিসংঘ প্রাঙ্গণ বাংলাদেশের রাজনীতির একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি হয়ে ওঠে।
কিন্তু এখানে জামায়াতে ইসলামী, এনসিপি বা অন্য দলের নেতাকর্মীদের দেখা যায়নি।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘ অধিবেশনের মতো আন্তর্জাতিক মঞ্চকে ঘিরে রাজনৈতিক দলের পাল্টাপাল্টি উপস্থিতি শুধু তাদের নিজস্ব অবস্থান প্রকাশের মাধ্যমই নয়, বরং প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক মহলের নজর কাড়ারও একটি প্রচেষ্টা।
