জাতিসংঘের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণ বর্জন

জাতিসংঘের সাধারণ অধিবেশনের পঞ্চম দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন বহু রাষ্ট্রপ্রধান ও কূটনীতিক। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে টানা বিক্ষোভে ফুঁসে উঠেছেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে যোগ দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।


গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং কলম্বিয়ার আনা প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নের দাবি তুলেছেন আন্দোলনকারী। হাতে ব্যানার-প্ল্যাকার্ড আর কণ্ঠে স্লোগানে স্লোগানে ভরিয়ে দিয়েছেন জাতিসংঘের সামনের রাস্তা।

আন্দোলনকারীরা বলছেন, কলম্বিয়া প্রস্তাব কার্যকর হলে গাজার নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর চলমান হত্যাযজ্ঞ বন্ধ হতে পারে। তারা আশা করছেন, জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো রাজনৈতিক বিভাজন পেরিয়ে মানবিকতার স্বার্থে একক অবস্থান নেবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ভীড় ঠেলে বিক্ষোভরতদের পাশে দাঁড়ান। হিস্পানিক ভাষায় তুলে ধরেন তাঁর অবস্থান।