জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আশ্বাসের পরও এখনো শেষ হয়নি ঘটনাবহুল জাকসু-নির্বাচনের ভোট গণনা। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার। ম্যানুয়ালি ভোট গণনা ও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শুক্রবার সন্ধার পর জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হলেও, তা অপেক্ষা বাড়াচ্ছে। সিনেট ভবনে ম্যানুয়েল পদ্ধতিতে চলছে ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের নির্বাচনের ফল ঘোষণার কথা বললেও সেটি সম্ভব হয়নি।
শুক্রবার রাতে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার।
এছাড়া গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যর ঘটনায় ক্ষোভ জানান সহকর্মীরা।
এর আগে, নানা অনিয়ম-কারচুপির অভিযোগে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল। ওএমআর এ ভোট গণনা বাতিল উদ্দেশ্যমূলক এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের।
