জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা মারা গেছেন।

নিহত শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে পড়ে যান। এর প্রায় ১০ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্সে ওই শিক্ষিকাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, মৌমিতা পড়ে যাওয়ার ৩০ সেকেন্ডের মাথায়ই মারা গিয়েছেন।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরদেহ নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত এবং পোলিং এজেন্ট না থাকায় সব হলের ভোট গণনার কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই অন্যান্য সহকর্মীদের সঙ্গে সেও বিশ্ববিদ্যালয়ে আসে। কিন্তু সিনেট হলের দরজায় এসে সে পড়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।