চ্যাম্পিয়নস লিগ: বায়ার্ন, পিএসজি, লিভারপুলের জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনায় মেতেছে ফুটবল প্রেমীরা। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগ, লা-লিগা, ফ্রেঞ্চ লিগের মধ্যেই চলছে চ্যাম্পিয়নস লিগ। এরইমধ্যে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিসহ আলোচিত সব দল।

সদ্য ক্লাব বিশ্বকাপজয়ী চেলসিকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ

চলতি বছরেই ক্লাব বিশ্বকাপ জয় ও ২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। অ্যারেনায় বায়ার্নকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরেছিলো চেলসি। তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে তারা। রাতে, হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারাল বায়ার্ন।

‘লাস্ট মিনিট শো’তে গোল করে এক কীর্তিও গড়েছেন কেইন। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করেছেন কেইন।

আটালান্টার জালে চার গোল বর্তমার চ্যাম্পিয়ন পিএসজির

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে আটালান্টার জালে চার গোল দিলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পিএসজির গোল চারটি করেছেন ভিন্ন চারজন। ম্যাচের ৩ মিনিটেই শুরুটা করেছিলেন অধিনায়ক মার্কিনিওস। ৩৯ মিনিটে খিচা কাভারাস্কেইয়া আতালান্তার জাল কাঁপালে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিসিয়ানরা।

দ্বিতীয়ার্ধে পিএসজি করে আরও দুই গোল। ৫১ মিনিটে আতালান্তার যন্ত্রণা বাড়ান নুনো মেন্দেস। আর বদলি নেমে যোগ করা সময়ে ইতালিয়ান ক্লাবটির ‘কফিনে শেষ পেরেক’ ঠুকে দেন গনসালো রামোস।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে যোগ করা সময়ে লিভারপুলের জয়

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো। কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল। এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

আয়াক্সে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মার্কাস থুরামের জোড়া গোল আয়াক্সের বিপক্ষে ইন্টার মিলানকে ২–০ ব্যবধানের জয় এনে দিয়েছে।