চট্টগ্রামে একটি তোয়ালে ও মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। এছাড়াও আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ বাহিনী।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নাম্বার সড়কের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপরের তলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে, কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, কারখানায় আগুনের ঘটনা শুনে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে
