গেন্ডারিয়ার একটি বাসায় অগ্নিকাণ্ডে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় মেজবাহ উদ্দিন নামের এক যুবক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে মেজবাহ (২৮) শুক্রবার দুপুর ১টার দিকে মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ সিকদার বাংলাইনসাইট টুয়েন্টিফোরকে বলেন, চিকিৎসাধীন মেজবাহর বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগমের (৫০) অবস্থা আশঙ্কাজনক। সালমা বেগমকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মেজবাহর শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন মোসলেম ও সালমার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি তিনতলা বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, তারা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। বাসার দোতলা বরাবর পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ট্রান্সমিটার থেকে আগুন দ্রুত তাদের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন।