গাজায় সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে। কেননা গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।
স্থানীয়রা জানান, গাজার জেইতুন এলাকায় একই পরিবারের ১১ জনকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে এক শিশু আহত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া চুক্তিটি স্থায়ী শান্তির পথ তৈরি করবে, সে লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে।
চুক্তি অনুযায়ী হামাস এক ইসরাইলি বন্দির মরদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দিয়েছে।
এদিকে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে সিভিল ডিফেন্স কর্মীরা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছে, ইসরাইলের টানা হামলার পর এখনো প্রায় ১০ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছ
