গাজায় যুদ্ধ বন্ধে প্রথম দিনের আলোচনা ‘ইতিবাচক’, আজ দ্বিতীয় দফার বৈঠক

গাজায় যুদ্ধ বন্ধে মিশরে ইসরাইল ও হামাসের মধ্যে পুনরায় শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ইতিবাচকভাবে শেষ হয়েছে।  আল জাজিরা ও মিশরের রাষ্ট্রীয় মাধ্যমের তথ্যমতে, বৈঠকে তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে- বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা পাঠানো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সোমবার মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই আলোচনা শুরু হয়। আর এই আলোচনার লক্ষ্য গাজা যুদ্ধের অবসান ঘটানো। হামাসের ইসরাইলে আক্রমণের দুই বছর পূর্তির দিনে আজ মঙ্গলবার আবারও দুই পক্ষের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লোহিত সাগরের অবকাশ যাপনকারী শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিত বৈঠকটি “ইতিবাচক” ছিল এবং বর্তমান আলোচনা কীভাবে অব্যাহত থাকবে তার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।

হামাস প্রতিনিধি দল জানিয়েছে, ইসরাইল চলমান বিমান হামলা আলোচনার পথে বড় বাধা। আলোচনায় নেতৃত্ব দেন হামাস নেতা খালিল আল-হাইয়া ও জাহের জাবারিন, যারা সম্প্রতি ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বন্দি বিনিময়কেই প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে চান, যাতে আলোচনায় গতি আসে। ট্রাম্প বলেছেন, “আমাদের ভালো সম্ভাবনা আছে একটি চুক্তি করার।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ট্রাম্পের পরিকল্পনাকে সংঘাতের অবসানের একটি সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন।