গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, গাজায় ত্রাণ বিতরণে ইউএনআরডব্লিউএ ‘কোনো ভূমিকা রাখবে না।’
ইসরাইলে সফরে এক সংবাদ সম্মেলনে রুবিও দাবি করেন ইউএনআরডব্লিউএ এখন হামাসের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে।
তবে, রুবিওর বক্তব্যের জবাবে ইউএনআরডব্লিউএ জানায়, তাদের উপস্থিতি গাজায় মানবিক সহায়তার জন্য অপরিহার্য এবং তাদের ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠান নেই।
এদিকে, যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় গাজার দেইর আল-বালাহ এলাকায় গোলাবর্ষণে অন্তত দুইজন নিহত হয়েছে।
গাজায় এখনো মাটির নিচে চাপা পড়ে আছে মরদেহ, খাবার ও পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছে বিশ লাখেরও বেশি মানুষ। জাতিসংঘ বলছে, প্রতিদিন অন্তত ৬শ’ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করা প্রয়োজন, কিন্তু এখনো সেই পরিমাণে ত্রাণ ঢুকতে পারছে না।
