গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় আরো অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে গাজা শহরের একই পরিবারের ১৪ জন সদস্য রয়েছেন।
হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও দেখা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এসময় কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে হামাসের নিয়ন্ত্রণের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাবকে বিপুল ভোটে অনুমোদন করেছে।
এদিকে, দোহায় ইসরাইলি হামলার পর হামাস লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে, গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, ভূখণ্ড পুনর্গঠন ও আটককৃতদের মুক্তি না দিলে লড়াই চলবে।
