গাজায় অনাহার আর অপুষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় অনাহার ও তীব্র অপুষ্টিতে এক শিশুসহ আরও পাঁচ ফিলিস্তিনি মারা গেছেন। গত ২৬ আগস্ট থেকে এখন পর্যন্ত ৩০৩ জন মারা গেছে। যারমধ্যে শিশুই ১১৭ জন। এছাড়া গাজা জুড়ে অব্যাহত ইসরাইলি হামলায় আরো ৭২ ফিলিস্তিনি মারা গেছেন।
এদিকে, গাজা শহর দখল এবং দশ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক স্থানন্তর করার অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতৃত্বের উপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এরমধ্যে ভারত, ফ্রান্স, রাশিয়া অন্যতম।
ইসরাইলের “কাপুরুষোচিত” আক্রমণের নিন্দা জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, ইসরাইলি “সন্ত্রাসের বিরুদ্ধে “সম্মিলিত প্রতিক্রিয়া” তৈরি করছে।
এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, কাতারের উচিত হামাস প্রতিনিধিদলকে তার ভূখণ্ড থেকে বের করে দেওয়া। যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে আরও হামলার হবে।
