ভারতে হয়ে গেল ছেলেদের এশিয়া কাপ হকির আসর। স্বাগতিক হিসেবে মাঠে নেমে শিরোপা জিতল ভারত। ফাইনালে ভারত হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়াকে। আসরের সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন ভারতের অভিষেক নয়ন।
সাউথ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর ম্যাচে এশিয়া কাপের শিরোপার সাথে সাথে বিশ্বকাপের টিকিপও পেয়ে গেল ভারত। এশিয়া কাপের সমীকরণ ছিল শিরোপা জয়ী দলটি আগামী বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে যাওয়া হকির বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সেই টিকিট আগেই কেটে রাখল ভারত।
ফাইনালে সাউথ কোরিয়াকে বেশ ভুগিয়েছে ভারত। স্বাগতিকের সুবিধার সাথে সাথে খেলোয়াড়দের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মত। ম্যাচে দুটি গোল করেছেন দিলপ্রিত সিং। সুখজিৎ সিং এবং অমিত রোহিদাস একটি করে গোল করেছেন। ম্যাচের সবচেয়ে বেশি সুযোগও পেয়েছিল স্বাগতিকেরা।
আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন মালয়েশিয়ার অনুয়ার আখিমুল্লাহ। মোট ১২ গোল করেছিলেন তিনি। আসর সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন সাউথ কোরিয়ার কিম জেহান। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মালয়েশিয়ার জেফ্রিনাস অ্যান্ডিওয়ালফিয়ান।
