এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ নিজেদের করে নিয়েছিলো বাংলাদেশ। যে শ্রীলঙ্কার ওপর ভর করে সুপার ফোরে এসেছিলো তাদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধ জয় পায় টাইগাররা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারতের সামনে বড় চ্যালেঞ্জেই নিতে হবে অধিনায়ক লিটন কুমার দাসের দলকে। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
পরিসংখ্যান ও শক্তিমত্তায় এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে, সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও ভরসা যোগাচ্ছে বাংলাদেশকে।
এবারের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দু’বার সহ চারটি ম্যাচ জিতেছে ভারত। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।
তবে, এমন পরিসংখ্যানেও ভিন্ন কথা বললেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যে কোনো দলের কাছে হারতে পারে ভারত। ম্যাচটি সামনে রেখে সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
ভারত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।
