এবারের এশিয়া কাপ শুরু হওয়ার পর এখনো কোনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। তবে, শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে তারা। আজ রাত সাড়ে আটটায় টাইগারদের মুখোমুখি হবে লঙ্কানকরা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আজ শুক্রবার লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আসালঙ্কা বলেন, আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।’
এদিকে, হংকংয়ে পর শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। দলের পেসার তানজিম বলেন, ‘আমরা শ্রীলঙ্কা বিপক্ষে জয় চাই। ম্যাচ জয় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
তানজিম আরও বলেন, ‘ তিন ফরম্যাটেই আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের সব খেলোয়াড়কেই আমরা ভালোভাবে জানি। আমরা পরিকল্পনা নিয়ে খেলতে নামব। আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জয়ের জন্যই মাঠে নামব। অতীতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
