এশিয়া কাপ: ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে গতকাল বুধবার রাতে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে, ফাইনালে যাওয়ার আশা এখনো টিকে আছে বাংলাদেশ ও পাকিস্তানের। আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। যে জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। কেননা সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ফাইনালে যাওয়ার দৌঁড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে বুধবার মাঠে নামার পর আবার ২৪ ঘণ্টার ব্যবধানে মাঠে নামবে টাইগাররা। এদিক থেকে বাংলাদেশের পক্ষে মাঠে টিকে থাকা হয়তো একটু কঠিন হয়ে পড়বে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ২৫ টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ৫টিতে। এশিয়া কাপে ১৫ দেখায় জয় মাত্র ২টিতে। তবে, সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে। ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-টোয়েন্টি সিরিজ জয়।

আজকের ম্যাচ দু’দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল। আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনও শিরোপার স্বপ্নে বিভোর।

আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত টাইগাররাও। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলো ক্যাপ্টেন লিটন দাস। বাঁচা মরার ম্যাচে দেখা যাবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।