ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের তারকা খেলোয়াড় কার্লোস আলকারাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান জান্নিক সিনারকে হারিয়েছেন তিনি। এ নিয়ে ২২ বর্ষী স্পেনিয়ার্ড আলকারাজ দুটি ইউএস গ্র্যান্ডস্লাম জিতলেন। স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প।
ফাইনাল জিতে এটিপি র্যাঙ্কিংয়ে এক নাম্বারে উঠে এসেছেন আলকারাজ। ফাইনাল ম্যাচের আগে ছিল সিনার বা আলকারাজ যে জিতবেন সেই এক নাম্বার হবেন। সিনারকে সরিয়ে এক চলে এসেছেন আলকারাজ। এ নিয়ে মোট ছয়টি মেজর শিরোপা বা গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেলেন স্পেনের তারকা।
আলকারাজ ম্যাচে ৬-২, ৩-৬, ৬-১ এবং ৬-৪ সেটে হারিয়েছেন সিনারকে। দ্বিতীয় সেটের পর চতুর্থ ও শেষ সেটে সিনার কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল। তবে আলকারাজের গতি ও শক্তির সাথে কুলিয়ে উঠতে পারেননি। তিনটি গ্র্যান্ডস্লামে এককের ফাইনালে মুখোমুখি হওয়া প্রথম দুই খেলোয়াড়ও এ দুজন।
এ বছরের মে জুন মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সিনার ও আলকারাজ। ওই ম্যাচে আলকারাজ ৪-৬, ৬-৪, ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে ফেঞ্চ ওপেনের শিরোপা জেতে। ওই ম্যাচে আলকারাজকে যে প্রতিরোধটা দিয়েছিলেন সিনার তার ধারেকাছেও ছিল না এ ম্যাচের পারফরম্যান্স।
ফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতির কারণে সাধারন দর্শকদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল। এমনকি ম্যাচও পিছিয়ে দেয়া হয় আধা ঘণ্টা। নির্ধার সময় ২ টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যায় আড়াইটায়।
