ইসরাইলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে হামাসের শর্তারোপ

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা ও ত্রাণ প্রবেশ অবরোধ করায় অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছেই। এতে হামাসের কাছে জিম্মি ইসরাইলিরাও রয়েছে।

ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজার সব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ইসরাইল যদি “মানবিক করিডোর” খুলে দেয়, তাহলে ইসরাইলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবিষয়ে সহযোগিতা করবে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ২২ হাজারেরও বেশি মানবিক সাহায্যের ট্রাক গাজা উপত্যকার বাইরে অপেক্ষা করছে। কেননা শনিবার মাত্র ৩৬টি ট্রাক ছিটমহলে প্রবেশ করেছে।

এদিকে, রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ জন ত্রাণপ্রার্থীও ছিলেন ।

গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০,৮৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১,৪৯,৫৮৮ জন আহত হয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলায় ইসরাইলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।