বাংলাদেশে সবসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাদের একজন ইলিয়াস কাঞ্চন।
অভিনয় ছাড়ার পর নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে বেশ সরব ছিলেন তিনি। ছিলেন চলচ্চিত্র শিল্পীদের সংগঠনের নেতৃত্বেও।
বেশ কিছুদিন নীরব থাকার পর এখন তিনি আলোচনায় রাজনীতি নিয়ে। গঠন করেছেন নতুন দল।
শুক্রবার ঢাকায় অনুষ্ঠান করে তিনি তার রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘোষণা করেছেন।
নতুন রাজনৈতিক দলে প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মহাসচিবের দায়িত্বে আছেন সাংবাদিক শওকত মাহমুদ।
ইলিয়াস কাঞ্চন কেন রাজনীতিতে আসলেন তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
এর ব্যাখ্যায় ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক আন্দোলনের মতই সততার সঙ্গে দেশের জন্য রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করতে চান তিনি।