ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যানচেস্টার জিতেছে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে এবং নিউক্যাসল জিতেছে ফুলহ্যামের বিপক্ষে। তবে দুর্দান্ত খেলতে থাকা চেলসি হেরে গেছে স্যান্ডারল্যান্ডের কাছে। এটি ইংলিশ প্রিমিয়ার লিগের নবম রাউন্ড ছিল।
ম্যাচে ২৪, ৩৪ এবং ৬১ মিনিটে তিনটি গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাথাউস কুনহা, ক্যাসেমিরো এবং ব্রায়ান এমবুমো। ড্যানি ওয়েলব্যাক ৭৪ মিনিটে ব্রাইটনের হয়ে একটি গোল করেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কৌস্টালসো দ্বিতীয় গোল করেন। তবে ৯৭ মিনিটে এমবুমো দ্বিতীয় গোল করলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
ফুলহ্যামের বিপক্ষে জ্যাকব মারফির গোলে ১৮ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। ৫৬ মিনিটে সাসা লুকিচের গোলে সমতায় আসে ফুলহ্যাম। তবে ৯০ মিনিটে ব্রুনো গিমারাইস দুর্দান্ত এক গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।
অঘটন ঘটেছে চেলসির সাথে। দলটি ২-১ গোলে হেরে গেছে স্যান্ডারল্যান্ডের কাছে। ৪ মিনিটে আলেজান্দ্রো গার্নারচো গোল করে চেলসিকে এগিয়ে দেন। ২২ মিনিটে উইলসন ইসিডোর গোলে সমতায় আসে স্যান্ডারল্যান্ড। ৯৩ মিনিটে চেমসডাইন তালবির গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্যান্ডারল্যান্ড।
