হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির বৈঠক হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ড্রোন তৈরিতে সহায়তার কথা জানিয়েছে ইউক্রেন।
এসময় জেলেনস্কি গাজার যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ইউক্রেন চলমান যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে এবং এর পরিণতি ভালো নাও হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের প্রয়োজন হতে পারে। তাই এই ক্ষেপণাস্ত্র দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি হোয়াইট হাউস।
তবে, ট্রাম্প দ্রুতই ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আশ্বাস দেন।
তবে, এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি হতে পারেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প তার সিদ্ধান্ত বদলান।
একই ফোনালাপে ট্রাম্প ও পুতিন হাঙ্গেরিতে মুখোমুখি বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন।
