নির্বাচনের দায়িত্বে ‘থাকবে’ আড়াই লাখ সেনা-পুলিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসি সচিব বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোন শঙ্কা প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন বৈঠক করেন। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। বৈঠক চলে প্রায় তিন ঘণ্টা।

পরে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে প্রায় ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। আইজিপির বরাতে তিনি জানান, ভোটের সময় কাজ করবে দেড় লাখ পুলিশ।

নির্বাচন ঘিরে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে ইসি সচিব জানান, নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। পুলিশের বডিওন ক্যামেরা থাকবে বলে জানান তিনি।