ব্রাজিল স্কোয়াডে ছিলো না নেইমার–ভিনিসিয়ুস–রদ্রিগোসহ একাধিক সেরা তারকা। তবে, তাদের অভাব যেনো বুঝতেই দেয়নি রাফিনহা,মারকুইনহোস, মার্টিনেল্লিরা। সমর্থকদের নিরাশ করেনি আনচেলত্তির দল। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩–০ গোলের দাপুটে এক জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরে মাঠে লিওনেল মেসির বিদায়ের দিনে ভেনেজুয়েলাকেও ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসি পেয়েছে জোড় গোল।
ব্রাজিলের জয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।
এদিকে, ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিজের জোড়া গোল করেন মেসি ও লাউতারো মার্টিনেজ করে এক গোল।
ম্যাচজুড়েও আধিপত্য ছিল স্বাগতিক আকাশি-সাদা জার্সিধারীদের। ৭৭ শতাংশ বল দখলের পাশাপাশি মেসি-আলভারেজ-আলমাদারা ১৭টি শট নেয়। যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভেনেজুয়েলা ৫ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
ঐতিহাসিক মারাকানায়ও চিলির বিপক্ষে দাপট দেখায় ব্রাজিল। ৬৩ দশমিক ৮ শতাংশ বল দখলের পাশাপাশি গোলে শুট করেছে ২২টি।
