খেলার প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে ছিলো লেভান্তে। এমনকি নির্ধারিত সময় শেষে স্কোরলাইনে বার্সেলোনা ২, লেভান্তে ২। তবে, খেলার অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
গতকাল রাতে ভ্যালেন্সিয়ায় লা লিগার মৌসুমের দ্বিতীয় ম্যাচ ইতিহাসে বিরল ঘটনারও সাক্ষী হলো। কেননা যোগ করার সময়ের আত্মঘাতী গোলে বার্সেলোনা লা লিগায় ম্যাচ জিতল নিজেদের ইতিহাসে এবারই প্রথম।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ১৫তম মিনিটে ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় লেভান্তে। প্রথমার্ধের বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে লেভান্তেকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হোসে মোরালেস। ২ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা ম্যাচে প্রথম গোলের দেখা যায় বিরতির পর ৪৯তম মিনিটে। দুই গোলে পিছিয়ে থাকা দলটি ২ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে শোধ দিয়ে দেয় দুটিই।
তবে, ৯০ মিনিটের খেলা শেষে স্কোর লাইন দাঁড়ায় ২-২ গোলে। যোগ করা সময়ে ইয়ামালের উঁচু করে বক্সের ভেতরে বাড়ানো বলে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন লেভান্তের উনাই এলগেজাবাল। আর এই আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৩-২। ম্যাচ জিতে নেয় বার্সেলোনা।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যাহত টটেনহ্যাম হটস্পারের। শনিবার ম্যাঞ্চেস্টার সিটিকে তাদেরই ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে ২-০ হারিয়েছে টমাস ফ্রাঙ্কের দল। গোল করেন ব্রেনান জনসন এবং জোয়াও পালহিনহা গোল করেন।
গত বছর নভেম্বরে এই একই মাঠে ৪-০ জিতেছিল টটেনহ্যাম। এ দিনও দাপট দেখিয়েছে তারা। এ বারও রক্ষণের ভুলে হেরেছে সিটি। ম্যাচ হারার পর ভুল থেকে শিক্ষা নিতে বললেন সিটি কোচ পেপ গার্দিওয়ালা।
