আইএমএফ এর ৫.৫ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড় এখনো অনিশ্চিত

আইএমএফ এর ৫.৫ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড় এখনো অনিশ্চিত। নির্বাচিত সরকারের জন‍্য অপেক্ষা করতে চায় সংস্থাটি। এমন কথাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, টাকা নিয়ে চিন্তিত নন বাংলাদেশ ব‍্যাংক। বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগ দিয়ে গভর্নর একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে একথা বলেন।

বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আন্তর্জাতিত মুদ্রা তহবিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বৈঠকে এমন ধারণাই দেওয়া হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, আইএমএফ ঋণের কিস্তি এখন না পেলেও চলবে। এছাড়া আইএমএফ এর ঋণ পেতেই এমন দাসখত দেয় নাই বাংলাদেশ।

২০২৩ সালের জানুয়ারিতে নেওয়া ৪.৭ বিলিয়ন ডলারের সঙ্গে পরে যুক্ত হওয়া ৮০ কোটি সব মিলে সাড়ে ৫ পরবর্তী কিস্তি ছাড় নিয়ে কথা হয়েছে। তবুও এবিষয়ে স্বস্তির খবর মেলে নাই।

গভর্নর আরও বলেন, আইএমএফ যদি ঋণ ছাড় না করে, তবে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্য উন্নয়ন সহযোগিদের সিদ্ধান্ত গ্রহণে।