জিরো ট্যাক্স রিটার্ন দাখিলে ৫ বছর পর্যন্ত সাজা হওয়ার বিধান জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
বাংলাদেশে ট্যাক্স রিটার্ন দাখিলের সময় রিটার্নের ঘরে শূন্য দেখানোর প্রবণতা রয়েছে। এ বিষয়ে অনলাইনেও ব্যাপক পরামর্শ আসতে দেখা যায়।
রোববার এক সতর্কবার্তায় এনবিআর এসব প্রচারণাকে ‘ভ্রান্ত ধারণামূলক পোস্ট’ বলেছে।
“আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকতাভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।”
জিরো রিটার্নের বিষয়ে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা শূণ্য হিসাবে দেখানো বেআইনি ও ফৌজদারি অপরাধ।
“করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রকাশ না করা মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করার কারণে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২২ ও ৩২৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।”
