আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা ও তার ছেলে আহমেদ শায়ান রহমানকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে বিএসইসি।
একইসঙ্গে তাদের শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার সভায় বুধবার এসব সিদ্ধান্ত নেয়া হয়।
তাদের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের বন্ড খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া আইএফআইসি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, বিএসইসির তৎকালীন কর্মকর্তা ও ক্রেডিট রেটিং প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বিভিন্ন ধরণের ব্যবস্থা নিয়েছে বিএসইসি।
বিএসইসির সে সময়কার চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামকেও কমিশনে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে সংস্থাটি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।
