লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলেই ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

লুট হওয়া বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

গেল বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থানায় থানায় হামলা চালানো হয়।

এসময় পুলিশ হত্যা, অস্ত্র ও গুলি লুট করা এবং থানা ভাংচুরের ঘটনা ঘটে।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, লুট হওয়া পিস্তল ও শর্টগানের উদ্ধার বা সন্ধান দিলে ৫০ হাজার টাকা দেয়া হবে।

“চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ টাকা, এসএমজি’র ক্ষেত্রে দেড় লাখ টাকা ও এলএমজি’র ক্ষেত্রে ৫ লক্ষ টাকা হারে সন্ধানদাতাদের পুরস্কার দেয়া হবে।”

এছাড়া প্রতি রাউন্ড গুলির ক্ষেত্রে ৫ শ’ টাকা হারে পুরস্কার দেয়া হবে।