সাজিদুর রহমান সাজিদ, রাবি প্রতিনিধি
ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ছাত্র শিবির।
৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে ভিপি পদের পাশাপাশি এজিএস পদও শিবিরের নিয়ন্ত্রণে গেছে।
ভোটের ফলাফলে শিবিরের প্যানেলের বিপক্ষে অন্যান্য প্যানেলের প্রার্থীদের তেমন লড়াই করতে দেখা যায় নি।
আলোচনায় থাকলেও ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা তেমন প্রতিদ্বন্ধিতা গড়ে তুলতে পারেন নি।
বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যালট গণনা শুরু হয়।
বিভিন্ন হল কেন্দ্রের ফল আসতে থাকায় মধ্যরাতেই কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে কারা আসছেন তা অনেকটা স্পষ্ট হয়ে পড়ে।
শুক্রবার সকালে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে সালাহউদ্দিন আম্মার ও এজিএস পদে সালমান সাব্বিরের নির্বাচিত হওয়ার ঘোষণা আসে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মন্নুজান হলের মাধ্যমে ভোট গননা কার্যক্রম শুরু হয়।
এই হলের ফলাফলে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট ভোট পেয়ে এগিয়ে যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পান ২৩৬ ভোট।
জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আম্মার ৮৪১ ভোট পেয়ে এগিয়ে যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পান ৪৯৫ ভোট।
এছাড়া এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫৫৩ ভোট ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৭৮ ভোট পান।
পরবর্তীতে যেসব হলের ফলাফল আসে তাতেও হুবহু একই ধরণের চিত্র দেখা যায়।
ফলে রাতেই মোস্তাকুর রহমান জাহিদ (ভিপি), সালাউদ্দিন আম্মার (জিএস) ও সালমান সাব্বিরের (এজিএস) রাকসুর নেতৃত্বে আসা প্রায় নিশ্চিত হয়ে যায়।
এবার রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১জন ভোটার ছিলেন, যাদের মধ্যে ভোট দিয়েছেন ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার।
