র্যাব ১০ এর ব্রিফিং
গত বছর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের ৮ টি সাউন্ড গ্রেনেট, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, গত ৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকা থেকে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৪টি সাউন্ড গ্রেনেট উদ্ধারসহ মোহাম্মদ ফয়সাল খান নামে একজন গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য ভিত্তিতে অভিযান চালিয়ে আরো ৪টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে সাউন্ড গ্রেনেডের কোন সিরিয়াল নম্বর না থাকায় এগুলো কোন থানা থেকে লুট হয়েছিলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়ায় মাঝিরকান্দি এলাকা থেকে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্র লুট হয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায় যাত্রাবাড়ী থানা থেকে এই অস্ত্র লুট হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব।
