মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে মধ্যরাতে ঢাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয় বাংলাদেশের রাজধানী শহর, যেখানে অন্তত ২০ জন মারা গেছেন।
ঢাকার মাইলস্টোন স্কুলে এন্ড কলেজে বিমান আছড়ে পড়ার ঘটনায় মঙ্গলবার শোক পালন করবে বাংলাদেশ।
মঙ্গলবার রসায়ন, ইতিহাসসহ কয়েকটি বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার সূচি রয়েছে।
এ পরিস্থিতিতে ফেসবুকে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত চেয়ে অনেকেই সরব হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এত প্রাণহানির পরও পরীক্ষা আয়োজনে সরকার স্থির থাকায় সমালোচনাও চলছে।
এর মধ্যে রাত ২টার দিকে পরীক্ষা বাতিল চেয়ে রাস্তায় নেমে আসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
একপর্যায়ে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
আন্দোলনকারী শিক্ষার্থী সোহেল রানা জানান, দুর্ঘটনার মধ্যেও সরকারের পরীক্ষা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত তাদের অবাক করেছে।
“মানুষের জীবন তাদের কাছে মনে হয় গুরুত্ব পাচ্ছে না। এত শিক্ষার্থীর মৃত্যুর শোক নিয়ে আমরা কিভাবে পরীক্ষা দিব?”