ঢাকার বিমানঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমান বাহিনী

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর ঢাকায় বিমানঘাঁটি রাখা নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার ঢাকায় বিমান বাহিনীর পরিচালক (অপারেশন) শহীদুল ইসলাম বলেছেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রয়োজনেই ঢাকায় বিমানঘাঁটি রাখা জরুরি।

গেল ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

এরপর থেকেই জনবহুল এলাকায় কেন বিমানের প্রশিক্ষণ চালানো হলো, তা নিয়ে প্রশ্ন ওঠছে।

বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে এসে এ প্রশ্নের মুখে পড়তে হয়েছে শহীদুল ইসলামকেও।

ঢাকা থেকে বিমানঘাঁটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা তদন্তে চীনের একটি দলের বাংলাদেশের আসার কথা রয়েছে।