নাজিরারটেক: সমুদ্র, গাংচিল আর শুটকির দুনিয়া

মুহাম্মদ ফেরদাউস

কক্সবাজার সমুদ্র সৈকত আর ইনানি পাথুরে বীচের সৌন্দর্য সবাই দেখেন। কিন্তু কক্সবাজারে এমন এক জায়গা আছে যেখানে ধবধবে সাদা গাংচিল ডানা মেলে উড়ে, আছে অবারিত সমুদ্র এবং দেশের বৃহত্তম শুটকি পল্লী।

এ দৃশ্যটি কক্সবাজার শহরের খুব কাছেই, বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে সমিতি পাড়ার শেষ মাথায়। জায়গাটির নাম নাজিরারটেক। নাজিরার টেক শুটকি পল্লী নামে পরিচিত।

সেন্টমার্টিন যাওয়া-আসার সময় জাহাজের পিছনে ঝাকে ঝাকে গাংচিল দেখতে পাওয়া যায়। জাহাজের পর্যটকরা চিপস-বিস্কিট হাওয়ায় ভাসিয়ে দেয়ার সাথে সাথেই এই গাংচিল গুলো মুহূর্তে মুখে নিয়ে নেয়। দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর এবং আনন্দের।

নাজিরারটেকে পর্যটকরা বিস্কিট না দিলেও গাংচিলগুলো এখানে মাছ শিকার করে থাকে। যেহেতু জেলেরা সাগরে শিকার করা মাছগুলো শুকানোর জন্য এখানে প্রতিনিয়ত নামায়। সেখানে থেকে কিছু মাছ গাংচিলগুলো খাবারের জন্য পেয়ে থাকে।


নাজিরারটেক যেভাবে যাবেন
কক্সবাজার শহরের যেকোন জায়গা থেকে নিজস্ব গাড়ি অথবা ব্যাটারি চালিত অটো রিক্সায় চড়ে দরদাম করে পুরো গাড়ি রিজার্ভ নিয়ে ১২০ থেকে ১৫০ টাকায় এখানে সহজে চলে আসতে পারেন।

নাজিরারটেকে এসে একসাথে দেশের সবচেয়ে বড় শুটকি পল্লী, গাংচিল এবং নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

সকাল অথবা বিকেল যখন ইচ্ছে আসা যায়। তবে বর্ষা এবং সাগরে মাছ শিকার বন্ধের সময় এখানে না আসাই ভালো।