বাংলাদেশের গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
৩৮ বছর বয়সী আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন।
একই দিন এই শহরেই চাঁদাবাজির প্রতিবাদ করায় আরেকজন সাংবাদিককে প্রকাশ্যে ইট-পাথর দিয়ে শরীর বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা।
দক্ষিণ এশিয়ার দেশটিতে গেল বছর সরকার পরিবর্তনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে।
মব তৈরি করে হত্যাসহ প্রকাশ্যে বিভিন্ন অপরাধের ঘটনা দেশটির নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত ৮টার দিকে সাংবাদিক তুহিনকে চান্দনা চৌরাস্তা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা ধাওয়া করে।
একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়।
গাজীপুরের বাসন থানার ওসি শাহীন খান জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কি কারণে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
