লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

দেশটির সরকারি গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার তথ্য দিয়েছে।

২০২৪ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের নামে লেবাননে ব্যাপক হামলা চালায় তেল আবিব। পরে গেল বছরের ২৭ নভেম্বর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে আসে ইসরায়েল।

সেই চুক্তি ভেঙেই শুক্রবার লেবাননে হামলা চালালো ইসরায়েলি বাহিনী।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের কাউনাইন শহরের একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরায়েল সামরিক ড্রোন হামলা চালায়।