গাজায় ফের ব্যাপক হামলায় ইসরায়েল, নিহত ১

শান্তি চুক্তি ভেঙে গাজায় আবার পুরোদস্তুর যুদ্ধের দিকে এগুচ্ছে ইসরায়েল। গাজার বিভিন্ন প্রান্তে ব্যাপক হামলা চালাচ্ছে তেল আবিব।

ইসরায়েলি বাহিনীর গুলিতে শুক্রবার অন্তত ১ জন ফিলিস্তিনি মারা গেছেন।

স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, গাজার পূর্বাঞ্চলের সুজাইয়া শহরে ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তির ভাইও আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ৫২৭ জন মারা গেছেন। আহত হয়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি যুদ্ধবিমান ও সাজোঁয়া যান লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে গাজার বাসিন্দাদের আশংকা, ইসরায়েল আগের মতোই ব্যাপক বোমা হামলা চালাতে পারে।

খাবার ও থাকার জায়গার সংকটের মধ্যে চলমান পরিস্থিতি তাদের যুদ্ধবিরতি ভেঙে পড়ার ভয়ে ফেলে দিয়েছে।