বুয়েট শিক্ষার্থীকে হত্যার হুমকির প্রতিবাদ ও ৩ দাবিতে শাহবাগে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে দুপুর ৩ টায় শাহবাগে ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা।


দুপুর ২:৪৫ মিনিটে  বুয়েট শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা শাহবাগে মিছিল নিয়ে ব্লকড দেয়। এসময় বুয়েটের শিক্ষার্থীরা বলেন প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দাতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে  এবং ৩ দফা দাবি মানতে হবে ।

প্রকৌশলীদের ৩ দফা দাবি দাবিগুলো

১. ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ) – এই পদে প্রবেশের জন্য সবাইকে সমানভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ) – ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০% কোটা বাতিল করতে হবে। এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে।

৩. “ইঞ্জিনিয়ার” পদবীর ব্যবহার – শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের পাশে “ইঞ্জিনিয়ার” পদবী ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এই পদবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।