কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে কক্সবাজারের বর্তমান ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
