রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের গঠনতন্ত্র

রাব্বি হাসান, ববি প্রতিনিধি

প্রতিষ্ঠার ১৪ বছর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (বাকসু) ও হল সংসদ গঠনের তৎপরতা চলছে।

নির্বাচন আয়োজনের খসড়া গঠনতন্ত্র তৈরি করেছে প্রশাসন, যা এখন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনের অপেক্ষায় আছে।

যা আছে বাকসু গঠনতন্ত্রে

গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটি ২৫ সদস্যের হবে। উপাচার্য পদাধিকারবলে সভাপতি হিসেবে থাকবেন, অধ্যাপকের মধ্য থেকে মনোনীত একজন কোষাধ্যক্ষ থাকবেন। বাকি পদাধিকারী ও সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলী আরোপ করা হয়েছে।

শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। চাকুরিজীবী ও সান্ধ্যকালীন কিংবা বিশেষ কোর্সের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না।

নির্বাচিত সদস্যদের মেয়াদ থাকবে এক বছর। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন দায়িত্ব পালন করা যাবে।

উপাচার্য সভাপতির বিশেষ ক্ষমতায় সংসদ স্থগিত বা নতুন নির্বাচন আহ্বান করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, গঠনতন্ত্র অনুমোদন পেরে শিগগিরই নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা যাবে।