মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের জনগণকে চীনের চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল সেবা ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘চীনা–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’।
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর সহ-আয়োজক ছিল চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চায়না–বাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা নারী।
প্রদর্শনীতে চীনের বোও ইয়িলিং হাসপাতাল, ফোসুন হেলথ ও শেনজেন হেংশেং হাসপাতাল, ফোশান ফোসুন চাঞ্চেং হাসপাতাল, গুয়াংজু ফোসুন চাঞ্চেং হাসপাতাল, গুয়াংজু শেংমেই হাসপাতাল, গুয়াংজু ফুদা ক্যান্সার হাসপাতাল, কুনমিং থংরেন হাসপাতাল, মডার্ন ক্যান্সার হাসপাতাল (গুয়াংজু) এবং সিং মে হাসপাতাল (গুয়াংজু) অংশ নেয়।
এসব হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রদর্শনীতে সরাসরি স্বাস্থ্য পরামর্শ, স্ক্রিনিং এবং অন্যান্য সেবা প্রদান করেন।
অংশগ্রহণকারীরা অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, চিকিৎসার আমন্ত্রণপত্র, ভিসা সহায়তা, বিনামূল্যে অনুবাদ সেবা এবং বিমানবন্দর পিকআপসহ নানা সুবিধা সম্পর্কে জানতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
